প্যারিসের অদূরে সেইন্ট দেনিস এলাকায় যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান মিনহা হাট বাজার। রোববার ফিতা কেটে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন দূতাবাসের কমার্স কাউন্সিলর ফিরোজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার হাসান শাহা, বিয়ানী বাজার সমাজ কল্যাণ সমিতির প্রধান উপদেষ্ঠা সুনাম উদ্দিন খালিক, বিয়ানী বাজার ঐক্য পরিষদের প্রধান আহ্বায়ক ফয়জুল হক, যুগ্ম আহ্বায়ক আলী আহমদ, সাদিকুর রহমান, মাসুম আহমেদ, বিয়ানী বাজার জনকল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত ও বিয়ানী বাজার ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক এমাদ উদ্দিনসহ আরও অনেকে।
এ সময় অতিথিরা বলেন, বাংলাদেশিরা গত কয়েক বছর ধরে সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করার ফলে দিন দিন ব্যবসার সংখ্যা বাড়ছে। ফলে দেশে রেমিট্যান্স বাড়ছে।
প্রতিষ্ঠানের কর্ণধার হাসান শাহ বলেন, দেশীয় টাটকা শাক সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্য ভোক্তাদের কাছে পৌঁছে দিতে তার এই উদ্যোগ। তিনি সবার সহযোগিতা কামনা করেন।