শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন

শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

একে টিভি ১৬ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ২৮ বার পঠিত

অনলাইন ডেস্ক:

গাজীপুরের কাশিমপুরে অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান ও সাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম।

শনিবার হাসপাতালে পৌঁছালে তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে তারা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক, ডাক্তার, নার্স ও স্টাফদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া তারা বিভিন্ন ওয়ার্ডে যান, রোগীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের সেবা ব্যবস্থা তদারকি করেন। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে গড়া এই প্রতিষ্ঠানকে আরও যুগোপযোগী, জনবান্ধন ও সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন এবং একই সঙ্গে সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর

© All rights reserved © 2023 Aktv16
Theme Dwonload From ThemesBazar.Com