মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৩২ পূর্বাহ্ন

গোলাপি অটোতে গোলাপি বিপ্লব

একে টিভি ১৬ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮
  • ১২৪৩ বার পঠিত

দিল্লি, সুরাত, মুম্বই, ঝাড়খণ্ড, ওডিশাতে চলেছিল আগেই। গেল বুধবার থেকে গোলাপি অটোর চাকা ঘুরছে আসামেও। আসমের বঙ্গাইগাঁওয়ে চালু হচ্ছে গোলাপি অটো।

রঙে যেমন এই অটোর আলাদা একটা বিশেষত্ব আছে, তেমনি এর বিশেষত্ব আছে চালক এবং যাত্রীতেও। পুরুষ চালকদের বদলে গোলাপি অটো চালাবেন কেবল নারীরাই। আর এতে উঠতেও পারবেন কেবল নারী ও শিশুরাই।

 

শুরুতে ১৩টি দিয়ে আসামে যাত্রা শুরু করল গোলাপি অটো। কঠিন প্রশিক্ষণ নিতে হয়েছে এর চালকদের। সপ্তাহে প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলবে এসব অটো। চালকদের জন্য থাকছে হেল্পলাইনও। ওই হেল্পলাইনে বিপদে-আপদে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তারা।

আসামের পথে গোলাপি অটোর হ্যান্ডল ধরেই এখন নতুন জীবনের স্বপ্ন দেখছেন অনেকেই।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর

© All rights reserved © 2023 Aktv16
Theme Dwonload From ThemesBazar.Com