রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৭ অপরাহ্ন

বড়দিন উপলক্ষে স্টার সিনেপ্লেক্সে দুই ছবি

একে টিভি ১৬ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮
  • ১১৮৩ বার পঠিত

বড়দিনকে সামনে রেখে ২২ ডিসেম্বর দু’টি ছবি মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। একটি হলো, ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ছবি ‘জুমানজি’ সিরিজের নতুন ছবি ‘জুমানজি: ওয়েলকাম টু দ্য জঙ্গল’। জেইক কাসডন পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন ডোয়াইন জনসন, কেভিন হার্ট, জ্যাক ব্ল্যাক, কারেন গিলান, নিক জোনাস প্রমুখ।

অন্যটি হিউ জ্যাকম্যান অভিনীত মিউজিক্যাল ড্রামা ছবি ‘দ্য গ্রেটেস্ট শোম্যান’। মাইকেল গ্রেসে অভিনীত এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হলিউড সুপারস্টার হিউ জ্যাকম্যান। আরো অভিনয় করেছেন জ্যাক এফরন, মাইকেল উইলিয়ামস, রেবেকা ফার্গুসনসহ আরো অনেকে।

 

২২ বছর পর পর্দায় আসছে ‘জুমানজি’ সিরিজের দ্বিতীয় ছবি। ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিলো ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ছবি ‘জুমানজি’। ছবিটি সেসময় বেশ সাড়া জাগিয়েছিলো। এবারের ছবির নাম ‘জুমানজি: ওয়েলকাম টু দ্য জঙ্গল’। জেইক কাসডন পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন ডোয়াইন জনসন, কেভিন হার্ট, জ্যাক বø্যাক, কারেন গিলান, নিক জোনাস প্রমুখ। বড়দিনকে সামনে রেখে ২০ ডিসেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে এ ছবি। ২২ ডিসেম্বর বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে ছবিটি দেখতে পাবেন দর্শকরা।

‘দ্য রক’খ্যাত ডোয়াইন জনসন জানান, নতুন ‘জুমানজি’ ছবিটি আগের ছবিটিরই ধারাবাহিকতা। তার মতে, এই ছবিটি রবিন উইলিয়ামসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর একটি মাধ্যম। ডোয়াইন বলেন, আমরা নতুন রূপের জুমানজি-কে সামনে তুলে আনছি। আশা করি তা দর্শকদের ভালো লাগবে।’ উল্লেখ্য, ১৯৯৫ সালের ‘জুমানজি’ ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন রবিন উইলিয়ামস। এছাড়াও ছিলেন কারস্টেন ডানস্ট, ডেভিড অ্যালান গ্রিয়ের, বনি হান্ট, জোনাথন হাইড, বেইব নিউওয়ার্থ প্রমুখ। নতুন ছবিটি হার মানাবে প্রথমটিকে। অন্তত ট্রেলার দেখে এমনটাই ধারণা সবার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর

© All rights reserved © 2023 Aktv16
Theme Dwonload From ThemesBazar.Com