এশিয়ার দেশগুলোর বড় শহরে ট্রাফিক জ্যাম একটি বড় সমস্যা। সেটা হোক ঢাকা কিংবা মুম্বাই। আর সে যানজট থেকে রেহাই পান না খোদ বলিউড বাদশা শাহরুখ খানও।
তবে মজার ব্যাপার হলো যানজটে আটকে থাকলেও সময়টা একেবারেই বৃথা যেতে দেন না শাহরুখ। তাহলে কি করেন তিনি?
মঙ্গলবার জ্যামে বসে থেকে সে অনুভুতিই শেয়ার করলেন শাহরুখ খান। জানালেন, ‘যখন জ্যামে বসে থাকি তখন আমি একজন ফটো এডিটর হয়ে যাই।’
মঙ্গলবার করা টুইটে শাহরুখ জানান, ‘জ্যাম আপনাকে একজন ভালো ফটো এডিটর করে গড়ে তুলবে, যেমনটা হয়েছি আমি।’
মোবাইলের ফটো এডিটিং এ শাহরুখ বেশ দক্ষই হয়ে উঠেছেন এমন প্রাপ্তি স্বীকারই করলেন তিনি।
এশিয়ার দেশগুলোর বড় শহরে ট্রাফিক জ্যাম একটি বড় সমস্যা। সেটা হোক ঢাকা কিংবা মুম্বাই। আর সে যানজট থেকে রেহাই পান না খোদ বলিউড বাদশা শাহরুখ খানও।
তবে মজার ব্যাপার হলো যানজটে আটকে থাকলেও সময়টা একেবারেই বৃথা যেতে দেন না শাহরুখ। তাহলে কি করেন তিনি?
মঙ্গলবার জ্যামে বসে থেকে সে অনুভুতিই শেয়ার করলেন শাহরুখ খান। জানালেন, ‘যখন জ্যামে বসে থাকি তখন আমি একজন ফটো এডিটর হয়ে যাই।’
মঙ্গলবার করা টুইটে শাহরুখ জানান, ‘জ্যাম আপনাকে একজন ভালো ফটো এডিটর করে গড়ে তুলবে, যেমনটা হয়েছি আমি।’
মোবাইলের ফটো এডিটিং এ শাহরুখ বেশ দক্ষই হয়ে উঠেছেন এমন প্রাপ্তি স্বীকারই করলেন তিনি।